বিশ্বকাপের প্রস্তুতি নিতে আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ, থাকছেন না সাকিব

|

বিশ্বকাপের প্রস্তুতি নিতে দুবাই যাচ্ছে বাংলাদেশ। সাতদিনের ক্যাম্পে থাকবে দুইটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। যেখানে প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। আগামী ২২ সেপ্টম্বর দুবাই গিয়ে ক্যাম্প শেষে আবার ঢাকায় ফিরবে দল। গণমাধ্যমের কাছে এসব তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

বৈরি আবহাওয়ার কারণে শ্রীধরন শ্রীরামের অধীনে তিন দিনের ক্যাম্প ঠিকঠাক মতো না হলেও, বাংলাদেশের বিশ্বকাপের দল ঘোষণা হয়েছে একদিন আগেই। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের এখনও বাকি বেশ কিছু দিন। এই সময়টা কাজে লাগাতেই বিসিবির ভাবনায় ছিল দেশের বাইরে যেয়ে অনুশীলন ক্যাম্প করা।

২৫ থেকে ২৭ সেপ্টেম্বর আরব আমিরাত জাতীয় দলের সাথে হবে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ। ২৮ তারিখের দিকে আবার ঘরে ফেরা। সব ঠিক থাকলে এমন সূচি মেনেই হবে বিশ্বকাপ প্রস্তুতি। যদিও ওশেনিয়া অঞ্চলের বিশ্বকাপে দুবাইয়ের কন্ডিশনিং ক্যাম্প কতটা কার্যকারী হবে সেটি নিয়ে প্রশ্ন রয়েছে।

দুবাইয়ের এক সপ্তাহের এই পরিকল্পনায় থাকছেন না দলের অধিনায়ক সাকিব আল হাসান। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সিপিএল নিয়ে ব্যস্ত থাকবেন তিনি। দুবাই থেকে দেশে ফিরে পহেলা অক্টোবর নিউজিল্যান্ডের বিমান ধরবে টিম টাইগার্স।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply