বাংলা সিনেমার শুরু থেকেই দর্শক আকর্ষণে ব্যবহার করা হতো হাতে আঁকা পোস্টার ও ব্যানার। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া সেই ঐহিত্য ফিরিয়ে আনছে মুক্তি প্রতীক্ষিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা সংশ্লিষ্টরা।
তারা বলছেন, সোনালী যুগে যাদের হাতের তুলির স্পর্শে পোস্টার আঁকা হতো, সেই সকল শিল্পীদের খুঁজে বের করা হয়েছে। তাদের হাতে তৈরি হচ্ছে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার নতুন পোস্টার। অপারেশন সুন্দরবন সিনেমার ৩টি পোস্টার ও ১টি ব্যানার ইতোমধ্যেই তৈরি করা হয়েছে এসব শিল্পীর সহযগিতায়।
প্রসঙ্গত, হাতে আঁকা সিনেমার পোস্টারের ঐতিহ্যকে আবারও ফিরিয়ে আনার চেষ্টা করছে র্যাবও। র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লি. প্রযোজিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রিয়াজ, সিয়াম, রোশান, নুসরাত ফারিয়াসহ অনেকেই। আর সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন।
/এসএইচ
Leave a reply