বড়সড় পরিবর্তন এনে বিশ্বকাপে ১৫ সদস্যের দল ঘোষণা করলো আফগানিস্তান

|

ছবি: সংগৃহীত

আগামী ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান। এশিয়া কাপে অধিনায়কত্ব করা মোহাম্মদ নবীর ওপরই থাকবে বিশ্বকাপে দলের নেতৃত্ব।

সদ্যসমাপ্ত এশিয়া কাপে দলের থাকাদের মধ্যে ১৫ জনের এই স্কোয়াডে বাদ পড়েছেন, সামিউল্লাহ শিনওয়ারি, হাশমতুল্লাহ শাহিদি, আফসার জাজাই, করিম জানাত এবং নূর আহমেদ। আর স্কোয়াডে যুক্ত হয়েছেন, মিডল অর্ডার ব্যাটার দারবিশ রাসুলি, অলরাউন্ডার কায়েস আহমেদ এবং ডানহাতি ফাস্ট বোলার সেলিম সাফি। স্ট্যান্ডবাই করা হয়েছে আফসার জাজাই, শরফুদ্দিন আশরাফ, রহমত শাহ, এবং গুলবাদিন নায়েবকে।

বিশ্বকাপে আফগানিস্তান গ্রুপ ১ এ রয়েছে। আগামী ২২ অক্টোবর পার্থে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা অভিযান শুরু করবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান (সহ অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), আজমতুল্লাহ ওমরজাই, দরবেশ রাসুলি, ফরিদ আহমদ মালিক, ফজল হক ফারুকী, হজরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মুজিব উর রহমান, নবীন উল হক, কায়েস আহমেদ, রশিদ খান, সেলিম সাফি ও উসমান গনি।

রিজার্ভ: আফসার জাজাই, শরফুদ্দিন আশরাফ, রহমত শাহ, গুলবাদিন নায়েব।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply