ক্যাপিটাল গেইনের উপর করারোপ, ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনি আয় করমুক্তই থাকছে

|

সিকিউরিটিজের পাশাপাশি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ও শেয়ার হস্তান্তর থেকে অর্জিত মূলধনি আয়কে করযোগ্য হিসেবে গণ্য করা হয়েছে। এ বিষয়ে পরিপত্র জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর। তবে এটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য হবে। ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনি আয় আগের মতো করমুক্তই থাকছে বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি।

এনবিআরের পরিপত্রে বলা হয়েছে, এখন থেকে সরকারি সিকিউরিটিজ এবং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত পাবলিক কোম্পানির স্টকস ও শেয়ার হস্তান্তর থেকে অর্জিত মূলধনি আয় করযোগ্য আয় হিসেবে গণ্য হবে। আয়কর পরিপত্রের এ বিষয়টি নিয়ে গতকাল পুঁজিবাজার সংশ্লিষ্টদের মধ্যে সব ধরনের মূলধনি আয়কে করের আওতায় আনা হয়েছে বলে গুঞ্জন ওঠে। তবে এনবিআর সংশ্লিষ্টরা বলছেন, ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনি আয়কে ২০১৫ সালে জারি করা এসআরওর মাধ্যমে করমুক্ত রাখা হয়েছে।

বিএসইসি বলছে, ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনি আয়কে করমুক্ত রাখা আছে। আগের মতোই ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনি আয়ের বিপরীতে কোনো কর দিতে হবে না।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply