চুয়াডাঙ্গায় ৫ স্বর্ণের বারসহ আটক ২

|

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা শহরের রেল বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫টি স্বর্ণের বার জব্দ করেছে পুলিশ। এ সময় প্রাইভেটকারসহ আটক করা হয়েছে ২ পাচারকারীকে।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে তাদেরকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল। আটককৃতরা হলো, দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে কামরুল হাসান জুয়েল (৩৫) ও মৃত আব্দুর জব্বারের ছেলে আরিফ (৫০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ফরিদপুর থেকে একটি প্রাইভেটকার স্বর্ণের বারের চালান নিয়ে দর্শনার দিকে যাচ্ছে। এমন তথ্য পেয়ে রেলবাজার এলাকার পুরাতন স্টেডিয়াম মোড়ে সতর্ক অবস্থায় থাকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-২১-৭৩৯৮) গতিরোধ করে তল্লাশি করা হয়। তল্লাশিতে প্রাইভেকারের দরজা থেকে উদ্ধার করা হয় স্কচটেপ দিয়ে মোড়ানো ৫টি স্বর্ণের বার।

অভিযান শেষে পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে স্বর্ণের বারের ওজন কিংবা মূল্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply