বিশ্বে ‘মহাশক্তি’ হিসেবে কাজ করতে পারে চীন-রাশিয়া: শি জিনপিং

|

ছবি: সংগৃহীত

বৈশ্বিক স্থিতিশীলতা নিশ্চিতে ‘মহাশক্তি’ হিসেবে কাজ করতে পারে চীন ও রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মুখোমুখি বৈঠকে এ আশাবাদ প্রকাশ করেন চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের সাইডলাইনে হয় তাদের বহুল আলোচিত বৈঠক।

এ সময় পুতিনকে দীর্ঘদিনের পরম এবং প্রিয় মিত্র হিসেবে আখ্যায়িত করেন চীনের প্রেসিডেন্ট। বলেন, যুদ্ধ পরবর্তী বিশ্বে স্থিতিশীলতা ফেরাতে রাশিয়ার সাথে কাজ করতে আগ্রহী তার দেশ।

এদিকে যারা রাজনৈতিক মেরুকরণের সৃষ্টি করে, তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন ভ্লাদিমির পুতিন। বলেন, ইউক্রেনে সামরিক অভিযানের ব্যাপারে বরাবর ভারসাম্য অবস্থান ধরে রেখেছে চীন। যা পররাষ্ট্র সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কৌশল। ভবিষ্যতে জোটবদ্ধ হয়ে কাজ করারও আগ্রহ প্রকাশ করেন তিনি। ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এটাই দুই নেতার মুখোমুখি বৈঠক।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply