বরগুনার নিম্নাঞ্চল থেকে জোয়ারের পানি নামছে, দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতি

|

গত কয়েকদিনের টানা বৃষ্টি ও স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারে প্লাবিত হয় বরগুনার নিম্নাঞ্চল। তবে বৃষ্টির পরিমাণ কমায় ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে এসব অঞ্চল থেকে। একই সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ।

জোয়ারে জেলার বেতাগী ও বামনা উপজেলায় বেড়িবাঁধের বিভিন্ন অংশ পানির তোড়ে ধসে গেছে এরই মধ্যে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক গ্রামীণ সড়ক। এর ফলে চলাচলে ভোগান্তি পোহাতে এসব এলাকার বাসিন্দাদের। জোয়ারের পানির তোড়ে বামনায় ক্ষতিগ্রস্ত স্লুইচগেট এরই মধ্যে মেরামত করেছে পানি উন্নয়ন বোর্ড। ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়কগুলো শিগগির সংস্কারের আশ্বাস দিয়েছে এলজিইডি।

এদিকে, ভারী বৃষ্টি ও পানি বেড়ে যাওয়ায় শহরের ভারানী খালের দু’পারে ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কয়েকটি ব্রিজ। এরই মধ্যে একটি ব্রিজে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply