বিদেশি ক্রেতাদের জন্য দেশের শ্রমিকরা ক্ষতিগ্রস্ত: মেনন

|

বিদেশি ক্রেতাদের জন্য দেশের শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হতে পারে না বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) প্রেসক্লাবে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক কাউন্সিলে এ মন্তব্য করেন তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সংকটময় এ সময়ে নতুন করে মজুরি বোর্ড পুনর্গঠনের দাবি জানান তিনি। বলেন, তৈরি পোশাক শ্রমিকদের মজুরি পুনঃনির্ধারণ জরুরি হয়ে পড়েছে। বর্তমানে যে খাদ্যসংকট তাতে রেশন ছাড়া একজন শ্রমিকের পক্ষে শুধু ফ্যামিলি কার্ড দিয়ে চলা সম্ভব নয় বলেও জানান ওয়ার্কার্স পার্টির সভাপতি।

রাশেদ খান মেনন বলেন, আপনারা কী দামে জিনিস কিনবেন আর তাতে আমার শ্রমিক ক্ষতিগ্রস্ত হবে, এটা হতে পারে না। শ্রমিকের মজুরি পুনঃনির্ধারণ এখন খুবই জরুরিই কেবল নয়, এটা করতেই হবে। যদি গার্মেন্টস শিল্পকে বাঁচিয়ে রাখতে চান, তবে এর বিকল্প নেই।

আরও পড়ুন: ‘ডিমের দাম যৌক্তিকভাবে নির্ধারণ করে দেবে বাণিজ্য মন্ত্রণালয়’

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply