দুই প্রীতি ম্যাচের জন্য দল আরও ছোট করে এনেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। নবীন ফরোয়ার্ড থিয়াগো আলমাদাকে দলে রেখে ২৮ জনের স্কোয়াড ঘোষণা করেছেন তিনি। বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য মিডফিল্ডার এজেকুয়েল প্যালাসিওস ও ফরোয়ার্ড নিকো গঞ্জালেস। লিওনেল মেসির পাশাপাশি পাওলো দিবালাকে খেলানোর পরিকল্পনা করছেন স্কালোনি।
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। লিওনেল মেসি ও পাওলো দিবালাকে স্ট্রাইকিং জোনে পাশাপাশি খেলানোর চ্যালেঞ্জটা হয়তোবা তিনি নিচ্ছেন। দুই প্রীতি ম্যাচের জন্য ৩২ জনের স্কোয়াডটা ২৮ জনে নেমে এসেছে। এখন দিন যত গড়াচ্ছে, তত মেসি-দিবালাকে একসাথে আক্রমণভাগে দেখার সম্ভাবনা বাড়ছে।
২৩ সেপ্টেম্বর ফ্লোরিডার হার্ডরক স্টেডিয়ামে আর্জেন্টিনার প্রতিপক্ষ হন্ডুরাস, আর ২৭ সেপ্টেম্বর নিউজার্সির রেডবুল অ্যারেনায় জ্যামাইকার বিরুদ্ধে ২য় ম্যাচটি খেলবে মেসিরা। চমক হিসেবে দলে টিকে গেছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলা মিডফিল্ডার থিয়াগো আলমাদা। এই আক্রমণাত্মক মিডফিল্ডার খেলেন আটালান্টা ইউনাইটেডে। তাদের হয়ে মৌসুমে এখন পর্যন্ত ৬ গোল করেছেন, করিয়েছেন ১১টি।
৩২ সদস্যের দল থেকে চারজন বাদ পড়েছেন। তারা হলেন গোলকিপার হুয়ান মুসো, সেন্টারব্যাক লুকাস মার্তিনেজ কোয়ার্তা, মিডফিল্ডার এজেকুয়েল প্যালাসিওস ও ফরোয়ার্ড নিকো গঞ্জালেস।
গোলবারে অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ছাড়াও আছেন আরও দু’জন। ডিফেন্সে ১০ ফুটবলারের মধ্যে রোমেরো, ওটামেন্ডি, লিসান্দ্রো, মেদিনা, ট্যাগলিয়াফিকো, একুইনারা থাকবেন শক্তি হয়ে। মিডফিল্ডের ৭ জনের মধ্যে পারেদেস, লো সেলসো, ডি পল, গোমেজরা আলো ছড়াবেন। আক্রমণভাগের ৮ জন প্রতিপক্ষ রক্ষণের ত্রাস। এদের মাঝে মেসি, দিবালা, ডি মারিয়া, লাউতারো, কোরেয়া, আলমাদারা হবেন কোচের তুরুপের তাস।
টানা ৩২ ম্যাচ ধরে অপরাজিত আর্জেন্টিনা। এই দুই প্রীতি ম্যাচে ধারাটা ধরে রাখতে পারলে মানসিক প্রশান্তি নিয়ে বিশ্বকাপে মাঠে নামবে স্কালোনি-মেসির আর্জেন্টিনা।
আরও পড়ুন: ইতালি ও জার্মানির বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করলো ইংল্যান্ড
/এম ই
Leave a reply