‘সবাই মিলে কাজ করলে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গঠন করা সম্ভব’

|

স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম (ফাইল ছবি)।

স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, সবাই মিলে একসাথে কাজ করলে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গঠন করা সম্ভব হবে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ২৯তম বিসিএস ক্যাডারদের ১১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, সবাই মিলে একসাথে কাজ করলে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গঠন করা সম্ভব হবে। সরকারী কর্মচারীদের নিরপেক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। সরকারি সেবাগ্রহীতা যেনো হয়রানির শিকার না হয় সেদিকে সতর্ক থাকতে হবে।

“বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ দৃঢ় প্রত্যয়ী ২৯তম বিসিএস” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মমতাজ বেগম। সংগঠনের সাধারণ সম্পাদক অমিত কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য অালোচক হিসেবে বক্তৃতা করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply