সীমান্তে কিরগিজস্তান ও তাজিকিস্তান সামরিক বাহিনীর মধ্যে চলা সংঘর্ষে অন্তত ৩০ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে কিরগিজস্তানেরই ২৪ জন।
সীমান্তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গেলো দু’দিন ধরেই গোলাগুলি চলছে কিরগিজস্তান ও তাজিকিস্তানের সামরিক বাহিনীর মধ্যে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সংঘর্ষ আরও বৃদ্ধি পাওয়ার পর ট্যাংক ও মর্টারের মতো ভারী অস্ত্র ব্যবহার করে দু’পক্ষ।
কিরগিজস্তানের বর্ডার গার্ড সার্ভিস জানায়, ভোরে তাজিক সামরিক বাহিনী তাদের বেশ কয়েকটি সীমান্ত চৌকিতে গোলা বর্ষণ করে। ব্যবহার করে ট্যাংক, সাঁজোয়া যান ও মর্টার।
আরও পড়ুন: টিকটকে মিতব্যয়ী হওয়ার ভিডিও শেয়ার করে ভাইরাল থাইল্যান্ডের যুবক
অন্যদিকে তাজিকিস্তানের অভিযোগ, তাদের একটি সীমান্ত চৌকিসহ সাতটি গ্রামে গোলাবর্ষণ করেছে কিরগিজ সেনারা। এ পরিস্থিতিতে সংঘাত পরিহার করতে দফায় দফায় আলোচনায় বসেন দুই দেশের প্রতিনিধিরা।
সূত্র: বিবিসি।
জেডআই/
Leave a reply