ধীরে ধীরে উন্নতি হচ্ছে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির। তবে অনেক জায়গায় এখনও ত্রাণ না পৌঁছানোর অভিযোগ পাওয়া গেছে।
ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ জানান, গত ৭ দিনে ত্রাণ তো দূরের কথা, কোথাও কোথাও দেখা মেলেনি জনপ্রতিনিধিদেরও। যোগাযোগ ব্যবস্থার দোহাই দিয়ে পানিবন্দি মানুষের কাছে ত্রাণ পৌঁছানোর অনীহার প্রমাণ পাওয়া গেছে অনেক স্থানে। অথচ বেসরকারি উদ্যোগে অনেক জায়গায় পৌঁছেছে সহায়তা।
জেলা প্রশাসন জানিয়েছে, ত্রাণ পৌঁছাতে সব ধরনের চেষ্টা চলছে। পানি আরও একটু কমলেই সহায়তার আওতায় আসবে সব মানুষ।
Leave a reply