ওয়ার্ন আমার চেয়ে ভালো বোলার ছিল: মুরালিধরন

|

ছবি: সংগৃহীত

তর্কাতীতভাবে ক্রিকেটবিশ্বের এযাবৎকালের সেরা দুই স্পিনার শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন ও প্রয়াত শেন ওয়ার্ন। রেকর্ডও কথা বলে এই দুই স্পিনারের পক্ষে। টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারী মুরালিধরন। তার ঠিক পরেই আছেন ওয়ার্ন।

তবে উইকেটসংখ্যায় এগিয়ে থাকলেও ওয়ার্নকে নিজের চেয়ে ভালো বোলার হিসেবে আখ্যায়িত করেছেন মুরালিধরন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) প্রয়াত এই লেগ স্পিনার সম্পর্কে মুরালি বলেছেন, আমি মনে করি সে (ওয়ার্ন) আমার চেয়ে ভালো ছিল। যখন আমি খেলতাম তখন তার দিকে তাকিয়ে থাকতাম। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি। আমরা সবাই তাকে মিস করি।

টেস্টে ৮০০ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেছিলেন মুরালিধরন। এই ফরম্যাটে ওয়ার্নের সংগ্রহ ৭০৮ উইকেট। ওয়ানডেতে ৫৩৪টি উইকেট নিয়েছিলেন মুরালি। আর এই ফরম্যাটে ২৯৩টি উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেন ওয়ার্ন।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ওয়ার্ন। মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র ৫২ বছর।

আরও পড়ুন: ইংল্যান্ডে পুনর্বাসনের অর্থ বহন করছেন শাহীনই, আফ্রিদির এমন দাবি অস্বীকার রমিজের

আসন্ন লিজেন্ডস লিগ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিচ্ছেন মুরালিধরন। প্রতিযোগিতা শুরুর আগে এরইমধ্যে একটি চ্যারিটি ম্যাচে ভারত মহারাজার বিরুদ্ধে বিশ্ব জায়ান্টদের হয়ে খেলেছেন মুরালি।

সূত্র: এনডিটিভি।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply