বিএনপির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের বৈঠক, সংসদ নির্বাচনসহ নানা ইস্যুতে আলোচনা

|

বিএনপির সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও দলের সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনসহ দ্বিপক্ষীয় নানা ইস্যু নিয়ে জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও দুই দেশের সমসাময়িক নানা বিষয়ও বৈঠকে আলোচনায় স্থান পায় বলে জানান তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply