‘যুদ্ধের কারণে জ্বালানি সংকট সমাধানে ভবিষ্যৎ পরিকল্পনা করা দুরূহ’

|

তৌফিক-ই-ইলাহী চৌধুরী। ফাইল ছবি।

রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি সংকট সমাধানে ভবিষ্যৎ পরিকল্পনা করা দুরূহ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে ‘বর্তমান জ্বালানি সংকট: বাংলাদশের আগামী পথ’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্ব এলোমেলো হয়ে গেছে। এই মূহুর্তে দাঁড়িয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করা কঠিন। জ্বালানি সংকট রোধে সরকার সব রকমের চেষ্টা করছে বলেও জানান তিনি।

সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, সংকট মোকাবেলায় সকল নাগরিককেও এগিয়ে আসতে হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply