শেয়ারবাজারে তালিকাভুক্তি: সাকিবের বাবার নাম নিয়ে বিতর্ক

|

সাকিব আল হাসান। ফাইল ছবি।

আবারও বিতর্কে জড়ালেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এবার সাকিবের প্রতিষ্ঠান মোনার্ক মার্টের নথিতে তার বাবার নাম ভুল এসেছে। ডেইলি সানের এক প্রতিবেদনে এমনটি উঠে এসেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে গিয়ে এমন ভুল করেছে ব্রোকারেজ প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস লিমিটেড। যেখানে সাকিবের বাবার নাম খন্দকার মসরুর রেজার পরিবর্তে কাজী আব্দুল লতিফ লেখা হয়।

যদিও এ রকম অভিযোগ অস্বীকার করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলাম। তিনি জানান, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে বিনিয়োগকারীদের তথ্য যাচাই করায় পিতার ভুয়া নাম ব্যবহারের কোনো সুযোগ নেই। দয়া করে সাকিবের ক্ষতি করবেন না।

কয়েকদিন আগেই বেটউইনার নিউজ নামে একটি অনলাইন স্পোর্টস নিউজ পোর্টালের পণ্যদূত হয়ে বিতর্কে জড়িয়েছিলেন সাকিব। বেটউইনার একটি অনলাইন বেটিং সাইট। যদিও বিসিবির চাপে সেই চুক্তি থেকে সরে আসতে বাধ্য হন সাকিব।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply