চীন হামলা চালালে তাইওয়ানকে মার্কিন বাহিনী রক্ষা করবে: জো বাইডেন

|

ছবি: সংগৃহীত।

তাইওয়ানে চীন হামলা চালালে মার্কিন বাহিনী ভূখণ্ডটিকে রক্ষা করবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তাইওয়ান নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই এই মন্তব্য করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিবিএস নিউজের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’-এ সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। মার্কিন প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয়, চীনের দাবিকৃত স্ব-শাসিত দ্বীপটিকে মার্কিন বাহিনী রক্ষা করবে কিনা? বাইডেনের জবাব, ‘হ্যাঁ, যদি বাস্তবে সেখানে (তাইওয়ানে) অভূতপূর্ব কোনো আক্রমণ হয়, তাহলে (রক্ষা করবে)।’

কথাটি আরও স্পষ্ট করতে সিবিএন নিউজ জিজ্ঞেস করে, মার্কিন বাহিনী চীনা আক্রমণের ক্ষেত্রে তাইওয়ানকে রক্ষা করবে কিনা? মার্কিন প্রেসিডেন্ট উত্তর দেন: ‘হ্যাঁ।’

তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ই এ বিষয়ে বেশ কড়া বক্তব্য দিয়েছে। তবে এ ইস্যুতে এখন পর্যন্ত এটিই জো বাইডেনের সবচেয়ে স্পষ্ট বক্তব্য। যা বেইজিংকে নিশ্চিতভাবেই ক্ষুব্ধ করবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত মে মাসে জো বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল, তাইওয়ানকে রক্ষা করার জন্য তিনি সামরিকভাবে সংশ্লিষ্ট হতে ইচ্ছুক কিনা? উত্তর দিয়েছিলেন, ‘হ্যাঁ। এটাই আমরা প্রতিশ্রুতি দিয়েছি।’

অবশ্য, যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না বলে সাক্ষাৎকারে উল্লেখ করেন জো বাইডেন। বলেন, আমরা ‘এক-চীন’ নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে তাইপেইকে নয় বেইজিংকে স্বীকৃতি দেয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply