৬৭ বছরের পুরোনো স্মৃতি ফিরলো ইতালিয়ান লিগে

|

৬৭ বছরের পুরোনো স্মৃতি ফিরিয়ে আনলো য়্যুভেন্টাস, রোমা, এসি ও ইন্টার মিলান। একই দিনে হারের মুখ দেখেছে এই চার জায়ান্ট।

উদিনেসের কাছে হেরেছে ইন্টার মিলান। য়্যুভেস্টাস হেরেছে নবাগত মোনজার কাছে। আটলান্টার কাছে হেরেছে রোমা। আর এসি মিলানকে ২-১ গোলে হারিয়েছে নাপোলি।

নাপোলির মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর গোল হজম করে এসি মিলান। মাত্তেও পলিতানোর পেনাল্টি গোলে লিড নেয় নাপোলি। ৬৮ মিনিটে অলিভিয়ের জিরুর গোলে সমতায় ফেরে এসি মিলান। তবে ৭৮ মিনিটে জোভান্নি সিমিওনের গোলে জয় নিশ্চিত হয় নাপোলির। সিরি-আয় নাপোলির হয়ে এটিই প্রথম গোল ডিয়াগো সিমিওনের ছেলে জোভান্নির। এই জয়ে টেবিলের শীর্ষে উঠেছে ক্লাবটি।

রোমার বিরুদ্ধে আটলান্টা জয় পেয়েছে ১-০ গোলের ব্যবধানে। ম্যাচের ৩৫ মিনিটে জর্জিও স্কালভিনির করা গোলে জয় পায় আটলান্টা।

এদিকে, কিছুতেই ঘুরে দাঁড়াতে পারছে না তুরিনের বুড়িরা। এবার অবনমন অঞ্চলে থাকা মোনজার কাছে ১ গোলে হেরেছে মাসিমিলানো আলেগ্রির শিষ্যরা। ম্যাচের ৪০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন য়্যুভেন্টাস তারকা আনহেল ডি মারিয়া। ১০ জনের য়্যুভেন্টাসের বিপক্ষে মোনজা গোল পায় ৭৪ মিনিটে; যেটি করেন ক্রিস্টিয়ান গিতকায়ের। ফলে পুরো সেপ্টেম্বরে কোনো জয়ের দেখা না পেয়েই ম্যাচ শেষ করে য়্যুভেন্টাস।

উদিনেসের বিরুদ্ধে ইন্টার মিলান হেরেছে ৩-১ গোলে। তাতে উদিনেস ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে রয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply