তিন দশক পর সিনেমা হল চালু হচ্ছে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে। রোববার (১৮ সেপ্টেম্বর) জম্মু ও কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা দুটি মাল্টিপ্লেক্সের উদ্বোধন করেন। এই দুটি মাল্টিপ্লেক্সে সিনেমা দেখা যাবে আগামী মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) থেকে। প্রথমেই সিনেমা হলে দেখানো হবে আমির খানের ‘লাল সিং চাড্ডা’। খবর আনন্দবাজার পত্রিকার।
এই সিনেমা হল দুটির উদ্বোধন নিয়ে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা টুইটারে লেখেন, জম্মু ও কাশ্মিরের জন্য এটি একটি ঐতিহাসিক দিন। পুলওয়ামা এবং সোপিয়ানে দুটি সিনেমা হল উদ্বোধন করা হলো। উদ্বোধনী অনুষ্ঠানটি দেখতে এদিন দূর-দূরান্ত থেকে ছুটে আসে বহু মানুষ।
মূলত, ১৯৯০ সালের দিকে জম্মু-কাশ্মিরের সিনেমা হলগুলো বন্ধ হতে শুরু করে। ‘৮০ এর দশকেও কাশ্মিরে একাধিক সিনেমা হল ছিল। তবে ‘৯০ এর শুরু থেকে ওই অঞ্চলে জঙ্গি হামলা বেড়ে যাওয়ায় বন্ধ হতে শুরু করে সিনেমা হলগুলো। এরপর একাধিকবার সেখানে হল খোলার চেষ্টা করা হলেও ব্যর্থ হয় সংশ্লিষ্টরা। এতো বছর পর সিনেমা হল খোলা নিয়ে বেশ উচ্ছ্বসিত স্থানীয়রা।
এসজেড/
Leave a reply