নগ্ন ছবির বিনিময়ে আসামিকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্টাকির এক আইনজীবী। এ ঘটনায় তাকে বরখাস্ত করেছে কেন্টাকি সুপ্রিম কোর্ট।
এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যে।
অভিযুক্ত আইনজীবীর নাম রনি গোল্ডি বাথ। আদালত তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। তবে এক আদেশে বলা হয়েছে, শুধু সাধারণ পরিষদই তাকে স্থায়ীভাবে বরখাস্ত করতে পারে।
জানা গেছে, ওই আইনজীবী ফেসবুকে একজন মহিলা আসামির সাথে ২৩০ পৃষ্ঠার বার্তা বিনিময় করেছেন। তবে ৮ সেপ্টেম্বর দেয়া জবানবন্দিতে তিনি দাবি করেছেন, এই কথপোকথনের কথা তার মনে নেই। তিনি নগ্ন ছবি চেয়েছিলেন কি না তাও তার মনে নেই। তবে তিনি বিষয়টি অস্বীকার করেননি।
ভুক্তভোগী নারী সাক্ষ্য দিয়েছেন যে নগ্ন ছবির বিনিময়ে তার ওয়ারেন্ট প্রত্যাহার করে নিয়েছিলেন ওই আইনজীবী। তিনি আরও বলেন, তিনি প্রসিকিউটরের সাথে শারীরিক সম্পর্ক করেছিলেন।
/এনএএস
Leave a reply