নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব দারুণ জয়ে শুরু করলো বাংলাদেশ। আয়ারল্যান্ডকে ১৪ রানে হারিয়েছে নিগার সুলতানার দল। টাইগ্রেসদের করা ১৪৩ রানের জবাবে ১২৯ রানে থামে আইরিশদের ইনিংস।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ব্যাট করতে নেমে ২৮ রানের উদ্বোধনী জুটি গড়ে বিদায় নেন মুর্শিদা খাতুন। এরপর দ্বিতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়েন অধিনায়ক নিগার ও ওপেনার শামিমা সুলতানা। ৭ চারে ৪৮ রান করে ফেরেন শামিমা। তবে ৫৩ বলে ৬৭ রানের ইনিংস খেলেন নিগার সুলতানা। এতে বাংলাদেশ পায় ১৪৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ।
জবাবে ৫ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আয়ারল্যান্ড। এরপর ৪৫ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন হান্টার-ডেলানি জুটি। হান্টার ৩৩ ও ডেলানি করেন ২৮ রান। শেষ দিকে রিচার্ডসন ৪০ রানের ইনিংস খেললেও তা যথেষ্ট ছিল না। সালমা খাতুনের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ১২৯ রানে অলআউট হয় আইরিশরা।
আরও পড়ুন: দক্ষিণ এশিয়ার রানি এখন বাংলাদেশ
/এম ই
Leave a reply