সোমবার (১৯ সেপ্টেম্বর) ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। অন্ত্যেষ্টিক্রিয়ার সময় সবাই ‘গড সেভ দ্য কিং’ গাইলেও প্রিন্স হ্যারি গাননি বলে অভিযোগ উঠেছে। হেরাল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আকাশ থেকে ধারণ করা ভিডিও চিত্রে দেখা গেছে, শ্রদ্ধা সংগীত গাওয়ার সময় প্রিন্স হ্যারি চুপ করে আছেন। তার ঠোঁট নড়ছে না। এই ভিডিওর ছোট ছোট ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, ডিউক অব সাসেক্স হ্যারি চারপাশে তাকাচ্ছেন, কিন্তু কথা বলছেন না। তার এমন আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। অনেক টুইটার ব্যবহারকারী হ্যারির এ আচরণকে ‘রানির প্রতি অসম্মানজনক’ বলে অভিযোগ করেছেন।
অনেকে পোস্ট শেয়ার করার সময় লিখেছেন, ‘প্রিন্স হ্যারি জাতীয় সংগীত গাইছেন না।’ তারা তীব্র হতাশা ব্যক্ত করেছেন। তবে কেউ কেউ আবার হ্যারির পক্ষ নিয়ে বলেছেন, তারা হ্যারিকে গান গাইতে দেখেছেন।
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরালে ৯৬ বছর বয়সে মারা গেছেন। গতকাল সোমবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। সে সময় প্রিন্স হ্যারি তার বাবা রাজা তৃতীয় চার্লস ও সৎ মা ক্যামিলার পেছনে বসে ছিলেন। তার পাশে স্ত্রী মেগান মার্কেল উপস্থিত ছিলেন।
/এনএএস
Leave a reply