বৈশ্বিক সংকট সমাধানে একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

|

ফাইল ছবি

পুরো বিশ্বের সংকট সমাধানে জাতিসংঘের সদস্য দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইউক্রেন যুদ্ধের প্রভাবে সংকটে পড়েছে কমবেশি পুরো বিশ্ব। বিশেষ করে জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দারুণভাবে ভোগাচ্ছে সাধারণ মানুষকে। এ থেকে উত্তরণের উপায় খুঁজতে জাতিসংঘের সাইড লাইনে এ গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন বিশ্ব নেতারা।

সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সদস্য দেশগুলোকে একযোগে কাজ করেই বৈশ্বিক এ সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে।

এর আগে, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে আরেকটি সাইডলাইন বৈঠকে যোগদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আশ্রয়ণ প্রকল্পসহ নানা কর্মসূচিতে তার সরকারের সময় ৫ লাখ গৃহহীন মানুষকে বাসস্থান দেয়া হয়েছে। ঠিকানা বিহীন এত মানুষকে ঘর দিয়ে অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশ।

হোটেল লোটে প্যালেসে আয়োজিত টেকসই গৃহায়ন শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গৃহহীনতা একটি অভিশাপ। যা উন্নয়নশীল এবং উন্নত দেশের মানুষকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে।

সমস্যা সমাধানে বিশ্ব নেতাদের সম্মিলিত সিদ্ধান্তে বাংলাদেশ সব সময় পাশে থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply