টেকনাফে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার

|

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার মেম্বার ঘাট এলাকার নাফ নদীতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, বুধবার দিবাগত রাত একটায় মিয়ানমার থেকে নৌকাযোগে দুই ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন বলে জান। এ সময় টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা নৌকা ফেলে নদীতে লাফ দিয়ে সাতরে ফের মিয়ানমারে পালিয়ে যায়। রেখে যাওয়া নৌকার পাটাতনের নীচ থেকে পলিথিনে মোড়ানো ব্যাগ থেকে এই বিপুল পরিমান ইয়াবা উদ্ধার হয়।

৯০ হাজার ইয়াবার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি সত্তর লক্ষ ২৮ হাজার টাকার বেশি। এ সময় ১ প্যাকেট রিচ কফি, বার্মিজ সিগারেট, শুটকিসহ বেশকিছু পণ্য জব্দ করা হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply