তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে বড় বন্দি বিনিময়

|

তুরস্কের মধ্যস্থতায় সবচেয়ে বড় বন্দি বিনিময় করলো রাশিয়া-ইউক্রেন। অঞ্চলটিতে নতুন করে উত্তেজনার মধ্যেই প্রায় ৩শ’ বন্দিকে মুক্তি দিয়েছে দুই পক্ষ। খবর রয়টার্সের।

২১৫ জন ইউক্রেনীয় বন্দিকে মুক্তি দিয়েছে রাশিয়া। এদের মধ্যে ১০ জন বিদেশি নাগরিক। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইডেন, ক্রোয়েশিয়া ও মরক্কোর নাগরিক তারা। এছাড়া মুক্তিপ্রাপ্তদের মধ্যে পাঁচ জন কমান্ডার রয়েছেন। মারিওপোলে ইউক্রেনের প্রতিরক্ষার দায়িত্বে ছিলেন তারা।

অন্যদিকে, ৫৫ জন বন্দিকে ফেরত পাঠিয়েছে ইউক্রেন। এদের মধ্যে রুশ নাগরিক যেমন আছেন, তেমনি মস্কোপন্থি ইউক্রেনীয়ও রয়েছেন। যাদের মধ্যে আছেন রাষ্ট্রদ্রোহের দায়ে অভিযুক্ত ভিক্টর মেদভেদচুক।

এরমধ্যে, ছাড়া পাওয়া বিদেশি সেনাদের সৌদি আরব পাঠানো হয়েছে। দুই দেশের বন্দি বিনিময়ে বিশেষ ভূমিকা ছিল দেশটিরও।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply