সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ:
রাতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যা সন্তান জন্ম দিয়েছেন এসএসসি পরীক্ষার্থী রুনা আক্তার। সকালে অসুস্থ শরীর নিয়েই অংশ নিলেন গণিত পরীক্ষায়।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জের সাটুরিয়া সরকারি আর্দশ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেন তিনি। রুনা মানিকগঞ্জ কর্নেল মালেক উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী।
পরীক্ষার্থী রুনা আক্তার বলেন, বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে অপারেশনের মাধ্যমে আমার একটি কন্যা সন্তান হয়েছে। আল্লাহর রহমতে আমরা দুজনেই সুস্থ আছি। শিশু বাচ্চাকে ক্লিনিকে রেখে সিটে বসেই আজকের গণিত পরীক্ষা দিচ্ছি। আশা করি ভালো ফলাফল করব। সকলের কাছে আমি দোয়া চাই।
কর্নেল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, লেখাপড়ায় রুনার অনেক আগ্রহ আছে। রুনা আমার বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী। রাতে কন্যা সন্তান জন্ম দিয়ে সকালে হেটে এসেই গণিত পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমি ওর সফলতা কামনা করছি।
কেন্দ্র সচিব ও সাটুরিয়া সরকারি আর্দশ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন জানান, রুনা আক্তার তার নির্ধারিত আসনে বসেই গণিত পরীক্ষায় অংশ নিয়েছেন। কোনো সমস্যা হয়নি।
এটিএম/
Leave a reply