রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির খবর নাকচ করেছে উত্তর কোরিয়া। সম্প্রতি, উত্তর কোরিয়া ও ইরান থেকে রকেট এবং আর্টিলারি শেল কিনতে পারে রাশিয়া-এমন দাবি করে যুক্তরাষ্ট্র। রাশিয়ার পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রের এমন দাবি প্রত্যাখ্যান করা হয়েছিল। খবর বিবিসির।
এক বিবৃতিতে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পিইয়ংইয়ং মস্কোকে কোনো ধরনের সমরাস্ত্র সরবরাহ করেনি। ভবিষ্যতেও তাদের অস্ত্র রফতানির কোনো পরিকল্পনা নেই। তাদের অভিযোগ- যুক্তরাষ্ট্র এবং দেশটির মিত্ররা গুজব ছড়িয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।
সম্প্রতি মার্কিন গোয়েন্দারা দাবি করেন, উত্তর কোরিয়া রকেট এবং আর্টিলারি শেল সরবরাহ করছে রাশিয়াকে। যদিও মস্কোর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ওই দাবি প্রত্যাখ্যান করা হয়।
/এসএইচ
Leave a reply