ইউক্রেনে হামলা জোরদার করার প্রতিবাদে রুশ নাগরিকদের পুতিনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জাতির উদ্দেশে দেয়া নিয়মিত ভাষণে তিনি এ আহ্বান জানান। খবর এএফপির।
এদিন জেলেনস্কি তার ভাষণে বলেন, গেলো ৬ মাসের যুদ্ধে ৫৫ হাজার রুশ সৈন্য প্রাণ হারিয়েছেন। আপনারা কি আরও প্রাণহানি চান? যদি না চান তবে রুখে দাঁড়ান, লড়াই করুন অথবা ইউক্রেন সেনাদের কাছে আত্মসমর্পণ করুন।
বেসামরিক রুশ নাগরিকদের উদ্দেশ্য করে জেলেনস্কি বলেন, খুন, হত্যা, নির্যাতনের জন্য আপনারাও সমান অপরাধী। কারণ আপনারা এতোদিন নীরব ছিলেন। এখনও নীরব আছেন। এখন সময় এসেছে বেছে নেয়ার। আপনারা জীবন চান নাকি প্রাণ হারাতে চান?
গেলো বুধবার পুতিন ইউক্রেনে সামরিক আগ্রাসন জোরদার করার ঘোষণার পরপরই রাশিয়া জুড়ে আন্দোলন শুরু হয়। এরইমধ্যে ১৩০০ রুশ নাগরিককে গ্রেফতার করেছে পুতিন প্রশাসন।
এটিএম/
Leave a reply