দক্ষিণ কোরীয় বন্দরে মার্কিন রণতরী, উত্তর কোরিয়ার দৌরাত্ম্য কমাতেই নোঙর

|

উত্তর কোরিয়ার দৌরাত্ম্য কমাতে দক্ষিণ কোরীয় সমুদ্র বন্দরে পৌঁছালো মার্কিন রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যান। আগামী সপ্তাহ থেকে যৌথ সামরিক মহড়া শুরু করবে দেশগুলো।

গেলো চার বছরের মধ্যে বুসান বন্দরে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌবহর মোতায়েন। এর মাধ্যমে পরমাণু শক্তিধর পিয়ংইয়ংকে চাপে রাখতে চায় ওয়াশিংটন ও সিউল। চলতি বছরই অঞ্চলটিতে যৌথ সামরিক পেশিশক্তি প্রদর্শন করা হয়েছে। কিন্তু তাতে শক্ত অবস্থান থেকে সরানো যায়নি উত্তর কোরিয়াকে। উল্টো রেকর্ড সংখ্যক মিসাইল এবং পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি।

তাই আরও বেশি সামরিক মহড়া এবং অস্ত্রের প্রদর্শন চান দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট। প্রসঙ্গত, এর আগে সবশেষ ২০১৮ সালে কোরীয় উপকূলে কোনো বিমানবাহী মার্কিন রণতরী নোঙর করে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply