ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ শহরের মোল্লাপাড়া থেকে ফসিউর রহমান (৪০) নামের এক বাকপ্রতিবন্ধির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার লুৎফুর রহমানের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, সকালে নিজ ঘরের মেঝেতে ফসিউরের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, যেহেতু মৃতদেহটি ঘরের মেঝেতে পড়ে ছিল এবং ঘরের আড়ারর সাথে একটি গামছা ঝুলছিল তাই এটি হত্যাকাণ্ড না আত্মহত্যা ময়নাতদন্ত শেষেই নিশ্চিত হওয়া যাবে।
এটিএম/
Leave a reply