সাবিনাকে বরণ করে নিলো সাতক্ষীরাবাসী; শহরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা

|

সাফ চ্যাম্পিয়নশীপ জয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনাকে বরণ করে নিলো সাতক্ষীরাবাসী। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউজের সামনে থেকে তাকে বরণ করে নেন জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সংগঠন। এ সময় উষ্ণ সংবর্ধনা পান সাবিনা।

এরপর সুসজ্জিত গাড়িতে করে সাবিনাকে নিয়ে শুরু হয় শোভাযাত্রা। এ সময় তাকে একঝলক দেখতে ভিড় জমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলোতে ঘুরে। শোভাযাত্রা শেষে অধিনায়ককে পৌঁছে দেয়া হয় নিজ বাড়িতে।

সংবর্ধনা শেষে সাফজয়ী সাবিনা বলেন, সাতক্ষীরার মানুষ এভাবে আমাকে সংবর্ধনা জানাবে এটা কখনও কল্পনা করতে পারিনি। আমার জন্য এত আয়োজন দেখে আমি অভিভূত। সাতক্ষীরাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এ ফুটবলার আরও বলেন, সাতক্ষীরাবাসীর কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম। এমন সাফল্য দেশকে বিশ্বের কাছে আরও এক ধাপ এগিয়ে নিলো।

এছাড়া, সাতক্ষীরার আরেক ফুটবলার ডিফেন্ডার মাছুরা পারভীন এখনও তার জেলায় পা রাখেননি। তিনি সাতক্ষীরা গেলে তাকেও সংবর্ধনা দেয়া হবে। তাছাড়া সাবিনা ও মাছুরাকে জেলা প্রশাসকের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply