‘আমার মৃত্যু সনদটি হারিয়ে গেছে’ পত্রিকায় অদ্ভুত নিখোঁজ বিজ্ঞপ্তি নিয়ে তোলপাড়

|

সংবাদপত্রে নানা ধরনের চটকদার বিজ্ঞাপন দেখা যায় মাঝেমধ্যে। তবে নিজের মৃত্যু সনদ হারিয়ে যাওয়ার মতো বিষয় নিয়ে বিজ্ঞাপন দিতে দেখা যায় না সচরাচর। সম্প্রতি এমনই এক অদ্ভুত নিখোঁজের বিজ্ঞাপন নিয়ে মেতেছে সোশ্যাল মিডিয়া। খবর আনন্দবাজার পত্রিকার।

বিজ্ঞাপনটি মূলত ভারতীয় একটি পত্রিকার। সেখানে একটি নিখোঁজ বিজ্ঞাপন দিয়ে বলা হয়, ত ০৭/০৯/২২ তারিখে লামডিং বাজারে আমার মৃত্যুর শংসাপত্র হারিয়ে ফেলেছি। সময় আন্দাজ সকাল ১০টা। রেজিস্ট্রেশন নম্বর:৯৩/১৮। এসএল নং: ০০৬৮১৩২।

বিজ্ঞাপনটি সামনে আসতেই রীতিমতো হাসাহাসি শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কমেন্টে কেউ বলেছেন, বিজ্ঞাপনদাতা কি স্বর্গ থেকে বিজ্ঞাপনটি লিখেছেন? কেউ আবার লিখছেন, সনদটি যদি খুঁজে পাই, তা হলে কোন ঠিকানায় পাঠাব, স্বর্গ না নরক?

তবে ব্যবহারকারীদের একাংশ আবার বলছেন, নিছকই নজর কাড়ার জন্য এ ধরনের বিজ্ঞাপন দেয়া হয়েছে। অনেকের মতে, এই বিজ্ঞাপনের গোপন অর্থ বা সংকেতও থাকতে পারে। তবে এসব মন্তব্যের ভিড়ে এই বিজ্ঞাপনটি বেশ আলোচনার সৃষ্টি করেছে। একটি দায়িত্বশীল পত্রিকা কীভাবে এই ধরনের বিজ্ঞাপন ছাপাতে পারে তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply