ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর অভিযোগে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। এদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি-সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে এবং কোনোরকমের উষ্কানী ছাড়াই ওই যুবককে হত্যা করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। খবর দ্য নিউইয়র্ক পোস্টের।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম তীরের কাছে মাদিন এলাকার প্রধান সড়কে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ওই ব্যক্তিকে গুলি করা হয়।
এদিকে তেল আবিবের দাবি, ওই ফিলিস্তিনির কাছে ধারালো অস্ত্র ছিলো। ওই অস্ত্রের আঘাতে ৮ জন ইসরায়েলি নাগরিককে আঘাত করার চেষ্টা করে ওই হামলাকারী। এছাড়াও, রাস্তায় চলা গাড়ি থামিয়ে ধারালো অস্ত্র এবং পিপার স্প্রে নিয়ে হামলার চেষ্টা চালানোয় তাকে গুলি করা হয়।
/এসএইচ
Leave a reply