৮ ওভারের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা আনলো ভারত

|

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। এই জয়ের ফলে সিরিজে সমতা নিয়ে আসলো রোহিত শর্মার দল।

টি-টোয়েন্টি ম্যাচ হলেও খেলা হয়েছে ৮ ওভার করে। মোহালির ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ গড়িয়েছে নির্ধারিত সময়েরও অনেক পর।

ডিএল মেথডে গড়ানো এই ম্যাচে প্রথম ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৯০ রান তোলে অস্ট্রেলিয়া। দলের পক্ষে অধিনায়ক অ্যারন ফিঞ্চ ১৫ বলে ৩১ রান করেন। এছাড়া সর্বোচ্চ ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেন উইকেটরক্ষক ম্যাথু ওয়েড। ওয়েডের ২০ বলের এই ইনিংস সাজানো ছিল ৪টি চার ও ৩টি ছক্কায়।

৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ১৬ বলেই ৩৯ রান তোলেন দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। তবে তৃতীয় ওভারের পঞ্চম বলে এই রানের মাথায় ব্যক্তিগত ১০ রান করে সাজঘরের পথ ধরেন রাহুল। এরপর ৫৫ রানে ভিরাট কোহলি ও সূর্যকুমার যাদব সাজঘরে ফিরলে কিছুটা চাপে পড়ে ভারত। তবে অধিনায়ক রোহিতের ২০ বলে অপরাজিত ৪৬ ও শেষদিকে দিনেশ কার্তিকের ২ বলে ১০ রানের ইনিংসে ৪ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় ভারত।

ভারতীয় ইনিংসে ভয় ধরিয়ে দিয়েছিলেন অজি লেগস্পিনার অ্যাডাম জাম্পা। ২ ওভারে ১৬ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছেন তিনি।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply