ইউক্রেনের চারটি অধিকৃত অঞ্চলকে রাশিয়ার সাথে সংযুক্ত করার লক্ষ্যে আয়োজিত গণভোটকে জাল হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) হোয়াইট হাউজ থেকে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানান। খবর রয়টার্সের।
বাইডেন তার বিবৃতিতে জানান, ইউক্রেনের চারটি অধিকৃত অঞ্চলকে রাশিয়ায় সংযুক্ত করার গণভোট একটি জাল প্রক্রিয়া। অধিকৃত অঞ্চলগুলো একমাত্র ইউক্রেনের অংশ।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমরা খুব দ্রুত রাশিয়ার ওপর আরও গুরুতর অর্থনৈতিক অবরোধ আরোপ করতে মিত্র দেশসহ অংশীদারদের সাথে কাজ করবো।
প্রসঙ্গত, ইউক্রেনের দখলকৃত চারটি অঞ্চলে শুক্রবার থেকে শুরু হয়েছে গণভোট। রাশিয়ার সঙ্গে সংযুক্ত হওয়ার প্রশ্নে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন। রুশপন্থি এবং রুশ ভাষাভাষীরা চান উন্নত ভবিষ্যৎ, সুরক্ষিত জীবন; সে কারণেই তাদের এ উদ্যোগ।
এটিএম/
Leave a reply