দুর্গাপূজার প্রাক্কালে দেশের বিভিন্ন স্থানে ১২-১৩টি মন্দিরে ভাঙচুর ও হামলা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এ অবস্থায়, দেশজুড়ে পূজা মণ্ডপগুলোর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায় তারা।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের নেতারা। তারা বলেন, আসন্ন দূর্গা পূজায় দেশের বিভিন্ন জায়গায় হামলার আশঙ্কা রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় মণ্ডপগুলোর নিরাপত্তা বাড়াতে হবে।
তাদের অভিযোগ, পূর্বে বিভিন্ন মণ্ডপে হওয়া হামলার কোনো বিচার করা হয়নি; এ কারণে হামলাকারীরা বারবার হামলার সাহস দেখাচ্ছে। অবিলম্বে পূর্বের সব হামলার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি করেন তারা।
নেতারা জানান, এবার সারাদেশে দূর্গাপূজায় মণ্ডপের সংখ্যা ৩২ হাজার ১৬৮টি। যা গত বছরের তুলনায় ৫০টি বেশি। এরমধ্যে ঢাকা মহানগরে ২৪১টি মণ্ডপে পূজা উদযাপন করা হবে।
/এসএইচ
Leave a reply