জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে ইসরায়েলের প্রশংসা করেছে সৌদি আরব। ফিলিস্তিন সংকট নিরসনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষেও জানিয়েছে সমর্থন। খবর আলজাজিরার।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে আয়োজিত এক ফোরামে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে কথা বলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। এ সময়, জাতিসংঘে ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের বিবৃতিকে ‘ইতিবাচক’ বলে আখ্যা দেন তিনি।
তিনি বলেন, লাপিদ যে পরিকল্পনার কথা জানিয়েছেন তা বাস্তবায়ন হলে ভালো ফলাফলের দিকে যাবে পরিস্থিতি। জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী করার পক্ষেও কথা বলেন তিনি। দীর্ঘমেয়াদী শান্তির জন্য আর কোনো বিকল্প নেই বলে দাবি করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এ সময়, ইসরায়েল-ফিলিস্তিন সরাসরি শান্তি আলোচনার ওপরও গুরুত্ব দেন এ সৌদি প্রিন্স।
/এসএইচ
Leave a reply