রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী কারাগারের মূল ফটকে মাদক কেনাবেচা মামলার পালাতক আসামি কারারক্ষী শামীম হোসেনকে (২২) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত কারারক্ষী শামীম টাঙ্গাইল ঘাটাইলের খয়েরপাড়ার লাল মিয়ার ছেলে। তিনি রাজবাড়ী জেলা কারাগারের কারারক্ষী।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের ১নং বেড়াডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় ইয়াবা চালান সরবরাহ করার সময় রাজবাড়ী জেলা কারাগারের মূল ফটকে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় ডিবি পুলিশির উপস্থিতি টের পেয়ে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট ফেলে পালিয়ে শামীম হোসেন নামের ওই কারারক্ষী।
তবে ওই সময় ঘটনাস্থল থেকে তার সহযোগী মাদক বিক্রেতা এবং ৫ মামলার আসামি পাংশা বাবুপাড়ার আব্দুল কাদের ছেলে আশরাফুজ্জামানকে (৩২) গ্রেফতার করে ডিবি পুলিশ। পরবর্তীতে ডিবি পুলিশের এসআই মোহাম্মদ মোজাম্মেল হক বাদী হয়ে দু’জনকে আসামি করে মামলা দায়ের করেন।
রাজবাড়ী ডিবি পুলিশের ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার দিন ইয়াবাসহ ডাকাতি, মাদক ও অস্ত্রসহ ৫ মামলার আসামি আশরাফুজ্জামানকে গ্রেফতার করা হয়েছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বেড়াডাঙ্গা থেকে পালাতক কারারক্ষী শামীমকেও গ্রেফতার করা হয়েছে।
এসজেড/
Leave a reply