ইউক্রেনে পরমাণূ অস্ত্রের ব্যবহার রাশিয়ার জন্য বিপর্যয়কর হবে: যুক্তরাষ্ট্র

|

ইউক্রেনে যদি রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে এর পরিণতি বিপর্যয়কর হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। রোববার (২৬ সেপ্টেম্বর) এনবিসি টেলিভিশনের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। খবর সিএনএন এর।

ইউক্রেনের দখলকৃত ৪টি ভূখণ্ডে গণভোটের ঘটনায় রাশিয়ার ওপর আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপেরও হুঁশিয়ারি উচ্চারণ করেন জ্যাক সুলিভান।

এছাড়া, যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার দিকে মনোনিবেশ করছে বলেও উল্লেখ করেন তিনি। বলেন, রাশিয়ার ভবিষ্যতের ব্যাপারে দেশটির জনগণই সিদ্ধান্ত নেবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply