অস্তিত্ব সংকটে থাকায় বিএনপি রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় যাদুঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে হাসুমনির পাঠশালা আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। স্বৈরাচার বিরোধী ও ওয়ান ইলেভেনের অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার নেতৃত্বেই বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল বলে উল্লেখ্য করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
/এমএন
Leave a reply