সাফজয়ী দলকে ১ কোটি টাকা দিলো সেনাবাহিনী, কে কত পেলেন?

|

জমকালো আয়োজনে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা ও ১ কোটি টাকা পুরষ্কার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আর্থিক পুরষ্কারসহ চ্যাম্পিয়ন দলের প্রত্যেক সদস্যদের দেয়া হয়েছে একটি ট্রফি ও ট্র্যাকস্যুটসহ নানা উপহার সামগ্রী।

সাফজয়ী দলের প্রতিটি খেলোয়াড়কে দেয়া হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা। হেড কোচ গোলাম রব্বানী ছোটন পেয়েছেন ২ লাখ এছাড়া অন্যান্য কোচ ও অফিসিয়ালরা প্রত্যেকে পেয়েছেন ১ লাখ টাকা। শ্রেষ্ঠ খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতাকে দেয়া হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা। শ্রেষ্ঠ গোল রক্ষক রূপনা চাকমা পেয়েছেন ২ লাখ টাকা। ফাইনালে সর্বোচ্চ গোলদাতা কৃষ্ণা রাণী সরকার পেয়েছেন ২ লাখ টাকা।

আরও পড়ুন: আয়ন আফজাল যখন টাইগারদের বুকে কাঁপন ধরিয়েছিল তখন টিকটকে লস খাওয়ার ভিডিও করছিলেন সাব্বির

আর্থিক পুরষ্কার ছাড়াও চ্যাম্পিয়ন দলের সদস্যদের প্রত্যেকের জন্য একটি ট্রফি এবং একটি ট্র্যাকস্যুটসহ নানা উপহার সামগ্রী দেয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply