শাকিরার বিচার শুরুর নির্দেশ

|

কলম্বিয়ান পপসম্রাজ্ঞী শাকিরা।

কলম্বিয়ান পপ তারকা শাকিরার বিচারের অনুমোদন দিয়েছে স্পেনের একটি আদালত। তার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ আছে বলে জানা গেছে। খবর সিএনএনের।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, কলম্বিয়ান পপসম্রাজ্ঞী শাকিরার বিরুদ্ধে ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে মোট ১ কোটি ৪৫ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ এনেছেন স্প্যানিশ প্রসিকিউটররা। কর ফাঁকির জন্য দোষী প্রমাণিত হলে শাকিরার আট বছরের কারাদণ্ড এবং বিপুল অঙ্কের জরিমানা চাইছেন প্রসিকিউটররা।

জানা গেছে, বার্সেলোনার এসপ্লুগেস ডি লব্রেগাতের আদালত বলছে শাকিরাকে কর জালিয়াতির মোট ছয়টি অভিযোগের মুখোমুখি হতে হবে। যদিও বিচার শুরুর তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

প্রসঙ্গত, ২০১২-২০১৪ এই তিন বছরে শাকিরা ২০০ দিনের বেশি সময় স্পেনে থেকেছেন। বার্সেলোনার প্রসিকিউটররা বলছেন, এ কারণেই স্পেনে কর দেয়ার কথা ছিল তার, যা তিনি দেননি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply