ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে চলছে শেষ সময়ের প্রচারণা। জরিপে লুলা ডি সিলভা এগিয়ে থাকলেও, ভোটারদের মন জয়ে র্যালিতে নিত্য নতুন চমক দেখাচ্ছেন জেইর বোলসোনারো। খবর এপির।
নির্বাচনী প্রচারণার শেষ দিনে দুই প্রার্থীই প্রচারণা চালান সাও পাওলোতে। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা লুলা দারিদ্র্য দূরীকরণ কর্মসূচির জন্য এখনও জনপ্রিয়। এবারের নির্বাচনেও তার প্রধান এজেন্ডা ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই। ভাষণে কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর কড়া সমালোচনা করেন লুলা।
অন্যদিকে প্রচারণার শেষ দিনে প্রতিপক্ষ লুলাকে ‘সবচেয়ে বড় চোর’ আখ্যা দেন বোলসোনারো। এদিন বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন তিনি। একদিন আগেই ঘোড়ায় চড়ে নির্বাচনী প্রচারণা চালান বোলসোনারো। আগামী ২ অক্টোবর অনুষ্ঠিত হবে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন।
এটিএম/
Leave a reply