বিএনপি হাঁটুভাঙা দল নয়। আওয়ামী লীগেরই কোমর ভেঙেছে বলে পুলিশের বন্দুকের ওপর ভর করে চলছে; এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। প্রসঙ্গত, গতকাল বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, হাঁটুভাঙা বিএনপি এখন লাঠির ওপর ভর করেছে। তাদের আস্ফালন শুনছি। এসব লাঠিবাজির জবাব দেবে আওয়ামী লীগ।
মির্জা ফখরুল আরও বলেন, বিএনপির আন্দোলনে মানুষ যখন জেগে উঠেছে, তখন সরকার সন্ত্রাসী লেলিয়ে দিয়েছে। আওয়ামী লীগ সন্ত্রাসী দল। তারা সন্ত্রাসী দল বলেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে।
আওয়ামী লীগ ইতোমধ্যে পরাজয় স্বীকার করেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
এ সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, লাঠি নিয়ে মিছিল করা যাবে না, এ বলে ছাত্রদের পেটাবেন সেটা তো হবে না। আমরা প্রতিবাদ করবো। বাধা আসলে মোকাবেলা কীভাবে করতে হয়, তা বিএনপি জানে।
/এমএন
Leave a reply