রোড সেফটি টুর্নামেন্টে বাংলাদেশের লিজেন্ডসরা মুখোমুখি হয়েছিলো শ্রীলঙ্কার লিজেন্ডসদের বিপক্ষে। যেখানে বাংলাদেশের সাবেক খেলোয়াড়দের ফিল্ডিংয়ের ভুলে দৌড়েই চার রান আদায় করে নিয়েছিলো শ্রীলঙ্কার সাবেকরা। সাবেক টাইগারদের এমন মুহূর্ত হাসি ফুটাচ্ছে ভক্তদের মুখে।
চার মেরে ৪ রান নয় বরং দৌড়ে চার রান। এমন উদাহরণ খুব কমই দেখেছে ক্রিকেট বিশ্ব। লিজেন্ডস কাপ ট্রফিতে বাংলাদেশের সব লিজেন্ডসদের একসাথে দেখে শুধু চোখের শান্তিটাই পেয়েছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। কারণ পুরো টুর্নেমেন্টজুড়ে ভক্তদের একটি জয়ও উপহার দিতে পারেনি বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। তবে জিততে না পারলেও ফিল্ডিংয়ে রীতিমতো বিনোদন দিয়েছেন সাবেকরা।
রাইপুরে শ্রীলঙ্কা লিজেন্ডসদের বিপক্ষে অষ্ঠম ওভারের চার নম্বর বল। যেখানে বোলার ছিলেন অলক কাপালি। ব্যাটার মাহেলা উধাওয়াত্তের শটে বলটা উইকেটকিপারের হাত ফসকে চার হতো হয়তো। কিন্তু ফিল্ডিংয়ের ভুলে তা চার না হলেও দৌড়ে চার রান আদায় করে নিয়েছেন মাহেলা ও তিলাকারত্নে দিলশান।
আরও পড়ুন: ‘মেসির বিদায়ে কাঁদবে বিশ্ব’, ফেদেরারের সাথে তুলনা করে যা বললেন আর্জেন্টাইন কোচ
জেডআই/
Leave a reply