সড়ক পরিবহন আইন পাস হলেও তা বাস্তবায়নে নেই বিধিমালা: ইলিয়াস কাঞ্চন

|

নিরাপদ সড়ক চাই (নিসচা)'র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

সড়ক পরিবহন আইন-২০১৮ সংসদে পাস হলেও গত চার বছরে তা বাস্তবায়নে কোনো বিধিমালা তৈরি হয়নি বলে জানিয়েছেন ‘নিরাপদ সড়ক চাই’ এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

শনিবার (১ অক্টোবর) প্রেসক্লাবে রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশের উদ্যোগে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। ইলিয়াস কাঞ্চন বলেন, বিধিমালা তৈরি না হওয়ায় সড়কে শৃঙ্খলা ফিরছে না। এর ফলে মৃত্যুর মিছিল বাড়ছে বলেও জানান তিনি। অবিলম্বে সড়ক পরিবহন বিধিমালা জারি করে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান ইলিয়াস কাঞ্চন।

তিনি বলেন, কেন দুর্ঘটনা ঘটছে, কী ধরনের দুর্ঘটনা ঘটছে, কত লোক মারা যাচ্ছে, কত লোক আহত হচ্ছে- এসব তথ্য যদি সঠিকভাবে আমাদের জানা না থাকে তবে এসব দুর্ঘটনা কমাতে আমরা পরিকল্পনা করতে পারবো না। পরিকল্পনার জন্য প্রথমেই দরকার তথ্য।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনায় ১০ লক্ষ ৩৫ হাজার মানুষের মৃত্যু হয়। এই অবস্থায় আইনে মানসম্মত হেলমেট ও গাড়ির গতিসীমা বিষয়ে ব্যবহারবিধি নির্ধারণ করে দেয়ার দাবি জানান তিনি। সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা তৈরিতে সরকার ও গণমাধ্যমসহ সকলের প্রতি আহ্বান জানান ‘নিরাপদ সড়ক চাই’ এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

আরও পড়ুন: ‘মার্কিন নিষেধাজ্ঞার কারণে র‍্যাব সংস্কারের প্রশ্নই আসে না’

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply