রাশিয়ার সাড়ে ৫ হাজার সেনাকে ঘিরে ফেলেছে ইউক্রেনীয় বাহিনী

|

ছবি: সংগৃহীত

দোনেস্কের লিমান শহরের গুরুত্বপূর্ণ ঘাঁটিতে থাকা রুশ বাহিনীকে ঘেরাও করেছে ইউক্রেনের যোদ্ধারা। কিয়েভের দাবি, লিমানে প্রবেশ করেছে সেনারা। ইউরো নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রেসিডেন্ট জেলেনস্কির চিফ অব স্টাফের প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, শহরের প্রবেশদ্বারে হলুদ-নীল জাতীয় পতাকা উঁচিয়ে রেখেছে ইউক্রেনের দুই সেনা।

এক সেনা সামরিক গাড়িতে দাঁড়িয়ে বলেন, আমাদের ভূখণ্ডে রাষ্ট্রীয় পতাকা উত্তোলন করেছি। লিমান ইউক্রেনের। পূর্বাঞ্চলের ইউক্রেনীয় বাহিনীর মুখপাত্র সের্হি চেরেভাতির দাবি করেছেন, লিমানে ৫ থেকে সাড়ে ৫ হাজার রুশ সেনা অবস্থান করছে। সেনারা ঘেরাও থেকে বেরিয়ে আসার ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছে। কেউ কেউ আত্মসমর্পণ করছে। অনেকে নিহত ও আহত হয়েছেন। অভিযান এখনো শেষ হয়নি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply