জাতীয় গ্রিডে ত্রুটি; বিদ্যুৎ নেই ঢাকাসহ দেশের অনেক জেলায়

|

ছবি: সংগৃহীত

জাতীয় গ্রিডে ত্রুটির কারণে বিদ্যুৎ নেই ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনার অধিকাংশ এলাকায়। এমনটি জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টার পর জাতীয় গ্রিড ট্রিপ করলে একযোগে এসব এলাকার বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যায়। এতে এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এমন কী, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন মানুষ।

তবে রাতের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছে দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। সংস্থাটির নির্বাহী পরিচালক মাসুম আলম জানান, সমস্যার সমাধান হতে আরও তিন থেকে চার ঘণ্টা সময় লাগবে। তবে কী কারণে সমস্যা হয়েছে এখনও জানা যায়নি।

এরইমধ্যে ঘোড়াশাল ও টঙ্গীসহ কয়েকটি পাওয়ার প্লান্ট চালু হয়েছে। পিজিসিবি জানিয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনায় বিদ্যুৎ সরবরাহে অগ্রাধিকার দেয়া হচ্ছে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply