থানা জনগণের আশ্রয় হিসেবে পরিণত করতে নির্দেশ দেয়া হয়েছে: আইজিপি

|

মানুষ যেন নির্ভয়ে তাদের সমস্যার কথা বলতে পারে, সেজন্য থানা জনগণের আস্থা ও ভরসার আশ্রয় হিসেবে পরিণত করতে নির্দেশ দেয়া হয়েছে; এ কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে পুলিশ সদর দফতরে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বলেন, পুলিশ সদস্যদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। নিশ্চিত করতে হবে জবাবদিহিতা। জনগণের সঙ্গে ভালো ব্যবহার করা এবং তাদের কথা আন্তরিকতার সাথে শোনার ক্ষেত্রে কোনো ব্যত্যয় হবে না।

দায়িত্ব পালনে সাংবাদিকদের সহায়তা চেয়ে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের মতো র‍্যাবও সংস্কারের মধ্যেই থাকে। জানান, অপরাধের ধরণ পরিবর্তন হচ্ছে। তাই র‍্যাবের কাজও পরিবর্তন আসছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply