রাজধানীর বাজারে নতুন দামে পাওয়া যাচ্ছে সয়াবিন তেল

|

রাজধানীর বিভিন্ন বাজারে সয়াবিন তেলের নতুন চালান পৌঁছাতে শুরু করেছেন পরিবশকদের প্রতিনিধিরা। রাজধানীর কারওয়ান বাজারে কার্যকর হয়েছে নতুন দর। গত ৩ অক্টোবর সয়াবিন তেলের দাম কমানোর ঘোষণা দেয় ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

এর আগে গত ১৭ জুলাই বিশ্ববাজার পরিস্থিতি পর্যালোচনা করে সয়াবিন ও পাম তেলের দাম কমায় বিপণনকারী কোম্পানিগুলো। এর পর গত ২৩ আগস্ট আবার সয়াবিনের দাম লিটারপ্রতি ৭ টাকা বৃদ্ধি করে তারা। দেড় মাস পর সেই দাম আবার কমলো এ মাসে।

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা কমেছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম এখন ১৭৮ টাকা। আগে বিক্রি হতো ১৯২ টাকা দরে। খোলা সয়াবিনের দাম কমেছে লিটারপ্রতি ১৭ টাকা। ১৫৮ টাকায় মিলছে প্রতি লিটার খোলা সয়াবিন তেল। আর ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৬৫ টাকা কমিয়ে বিক্রি হচ্ছে ৮৮০ টাকায়।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply